ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র বার্ষিক অডিট রিপোর্ট পেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৬, মার্চ ২৭, ২০১৬
প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র বার্ষিক অডিট রিপোর্ট পেশ

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বার্ষিক অডিট রিপোর্ট পেশ করেছেন বাংলাদেশের কম্পটোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মাসুদ আহমেদ।

রোববার (২৭ মার্চ) প্রধানমন্ত্রী কার্যালয়ে এ রিপোর্ট পেশ করেন তিনি।



পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, ১৬টি বার্ষিক অডিট রিপোর্ট, ৬টি বিশেষ অডিট রিপোর্ট, ১টি পারফরমেন্স অডিট রিপোর্ট এবং ১টি উপযোজন হিসাব রিপোর্টসহ মোট ২৪টি অডিট ও হিসাব রিপোর্ট পেশ করা হয়।

এ সময় অন্যদের মধ্যে মুখ্য সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৬
এমইউএম/জেডএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।