ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

আইনজীবী নিয়োগ করেছে বাংলাদেশ ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৫, মার্চ ২৪, ২০১৬
আইনজীবী নিয়োগ করেছে বাংলাদেশ ব্যাংক

ঢাকা: রিজার্ভ হ্যাকিংয়ের মাধ্যমে অর্থ লোপাটের ঘটনা খতিয়ে দেখতে বুধবার (২৩ মার্চ) আইনজীবী আজমালুল হক কিউসিকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
 
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা বাংলানিউজকে বলেন, সংশ্লিষ্ট ব্যাংকগুলো টাকা ট্রান্সফারের সময় যথাযথভাবে দায়িত্ব পালন করেছে কি না, তা খতিয়ে দেখতে আইনজীবী নিয়োগ করা হয়েছে।


 
এছাড়াও যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক এবং সংশ্লিষ্ট তিন ব্যাংকের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতেই এ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রয়োজন হলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলেও তিনি জানান।
 
বাংলাদেশ ব্যাংকের নামে সুইফট (সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন) মেসেজিং সিস্টেমে যাওয়া ‘ভুয়া’ অনুরোধ পাওয়ার পর ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইন ও শ্রীলংকার দুটি ব্যাংকে স্থানান্তরের ঘটনায় প্রায় ২ মাস পর আইনজীবী নিয়োগ করা হলো।
 
বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
এসই/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।