ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

দেশের উন্নয়নে নারীদের অংশগ্রহণ জরুরি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৮, মার্চ ২৪, ২০১৬
দেশের উন্নয়নে নারীদের অংশগ্রহণ জরুরি

ঢাকা: দেশের অর্থনীতি বা ক্রীড়া, যে ক্ষেত্রের উন্নয়নের কথাই আসুক না কেন, নারীদের অংশগ্রহণ জরুরি বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বুধবার (২৩ মার্চ) রাত সোয়া আটটায় রাজধানীর সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে দ্বাদশ এসএ গেমস্ ২০১৬ তে স্বর্ণজয়ীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।



অর্থমন্ত্রী বলেন,  খেলাধুলা জীবনের জন্য খুবই প্রয়োজনীয়। আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় আমাদের মেয়েদের সাফল্য সত্যি প্রশংসনীয়। দেশের সব ক্ষেত্রে  এগিয়ে যাওয়ার ক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণ খুব জরুরি। কারণ, অর্ধেক জাতি যদি কোনো কাজে অংশ না নেয়, তাহলে সামনে এগিয়ে যাওয়া যাবে না। সামনে ক্রীড়া ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়বে বলে আশা করছি।

যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেন,  এসএ গেমসে আমাদের যে প্রস্তুতি ছিলো এবং আমাদের যে অর্জন তা বিশ্লেষণ করতে হবে। তার প্রেক্ষিতে সামনে যাতে আরো ভালো করা যায়, সে বিষয়ে উদ্যাগ নিতে হবে। এই সরকার যখন ক্ষমতায় এসেছে তখনই ক্রীড়াক্ষেত্রে বিপ্লব সাধিত হয়েছে। বাংলাদেশের মানুষ অসম্ভবকে সম্ভব করতে পারে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
ইউএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।