ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

হিলি স্থলবন্দর দিয়ে তিনদিন আমদানি-রফতানি বন্ধ

হিলি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৯, মার্চ ২৩, ২০১৬
হিলি স্থলবন্দর দিয়ে তিনদিন আমদানি-রফতানি বন্ধ

হিলি (দিনাজপুর): হিলি স্থলবন্দর দিয়ে টানা তিন দিন দু’দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।



বৃহস্পতিবার (২৪ মার্চ) থেকে শনিবার (২৬ মার্চ) পর্যন্ত টানা তিন দিন বন্দরের আমদানি-রফতানিসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম বন্ধ থাকবে। রোববার সকাল থেকে আবরো বন্দরের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাহিলি কাস্টমস্ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার ভারতের হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দোলযাত্রা (হোলি)। এ উপলক্ষে সেদিন ভারতের হিলি এক্সপোটারর্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বন্ধের কথা আমাদের চিঠি দিয়ে জানিয়েছে।

এছাড়াও শুক্রবার আমাদের সাপ্তাহিক সরকারি ছুটি এবং ২৬ মার্চ (শনিবার) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় এ দু’দিনসহ টানা তিন দিন হিলি স্থলবন্দর দিয়ে দু’দেশের পণ্য আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে। বিষয়টি আমদানি, রফতানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট, বন্দরসহ সংশ্লিষ্ট সবাইকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চিঠি দিয়ে জানানো হয়েছে। চিঠিতে রোববার থেকে বন্দর দিয়ে পুনরায় আমদানি রফতানি বাণিজ্য ও বন্দরের ভেতরের সব কার্যক্রম চালু হবে বলে জানানো হয়।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টের মাধ্যমে দুই দেশের যাত্রী পারাপার চালু থাকবে বলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।