ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

ইস্টার্ন ব্যাংকের উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৬, জানুয়ারি ৩১, ২০১৬
ইস্টার্ন ব্যাংকের উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছবি : সংগৃহীত

ঢাকা: ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) উদ্যোগে শুক্রবার (২৯ জানুয়ারি) ব্যাংকের গুলশান নর্থ শাখা প্রাঙ্গণে শিশুদের জন্য একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ‘ছবির দেশে রঙের বেশে’ শীর্ষক প্রতিযোগিতায় ইবিএল গ্রাহকদের প্রায় ১০০ ছেলে-মেয়ে অংশগ্রহণ করে।



শিশুরা দু’টি বয়স গ্রুপে বিষয়ভিত্তিক  প্রতিযোগিতায় অবতীর্ণ হয়। প্রজাপতি গ্রুপে ৬ থেকে ৮ বছরের শিশুদের বিষয় ছিল ‘আমার প্রতিবেশ’। রংধনু গ্রুপে ৯ থেকে ১২ বছরের শিশুরা ‘জলবায়ু পরিবর্তন’ বিষয় তাদের চিত্রাঙ্কন মেধা ও দক্ষতা প্রদর্শন করে।

প্রতি গ্রুপ থেকে শ্রেষ্ঠ তিনজন শিশু চিত্র শিল্পীকে বিশেষ পুরস্কার প্রদান করেন ইবিএল’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।