ঢাকা, সোমবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

বিশ্বব্যাংকের প্রকল্প আমাদের কাছে গুরুত্বপূর্ণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২১, ডিসেম্বর ৯, ২০১৫
বিশ্বব্যাংকের প্রকল্প আমাদের কাছে গুরুত্বপূর্ণ

ঢাকা: পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বিশ্বব্যাংকের সঙ্গে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যত পরিকল্পনা এগিয়ে নিতে হবে। সেই হিসেবে বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পসমূহ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।


 
বুধবার (০৯ ডিসেম্বর) পরিকল্পনা মন্ত্রণালয়ে বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর মার্টিন রামার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর এ কথা বলেন মুস্তফা কামাল।
 
সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি বিশেষ করে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত প্রকল্পসমূহের কাজের অগ্রগতি নিয়ে মত বিনিময় করেন।
 
মার্টিন রামা বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন। তিনি বাংলাদেশের অব্যাহত গতির প্রশংসা করেন।
 
পরিকল্পনা বিভাগের সচিব সফিকুল আজম এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কানিজ ফাতেমা এ সময় উপস্থিত ছিলেন ।
 
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এমআইএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।