ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

বন্যা দুর্গতদের মাঝে ইসলামী ব্যাংকের ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৪, জুলাই ১৪, ২০১৫
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী ব্যাংকের ত্রাণ বিতরণ

ঢাকা: রংপুর ও চট্টগাম বিভাগের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করছে ইসলামী ব্যাংক। ব্যাংকের সিএসআর কর্মসূচির আওতায় প্রতিবছর দেশব্যাপী বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করে ব্যাংকটি।

  

মঙ্গলবার (৭ জুলাই) চট্টগ্রামে ব্যাংকের লোহাগড়া শাখার উদ্যোগে আমিরাবাদ ইউনিয়ন পরিষদ মিলনয়াতনে ত্রাণ বিতরণ করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম দক্ষিণ জোনপ্রধান মোহাম্মদ আমিরুল ইসলাম।

একইদিন কেরানিহাট শাখার উদ্যোগে সাতকানিয়া উপজেলার আমিলাইশ ইউনিয়নে ৩৫৪ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ব্যাংকের পক্ষে ত্রাণসামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ উল্লাহ।

এছাড়া রোববার ( ১২ জুলাই) ব্যাংকের বান্দরবান শাখার উদ্যোগে সদর উপজেলার সুয়ালক ও পার্শ্ববর্তী এলাকার ২৩০ জন বন্যাদুর্গতের মাঝে খাদ্যদ্রব্য ও নগদ টাকা বিতরণ করা হয়।

৯ জুলাই রামু শাখার উদ্যোগে উপজেলার বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান রিয়াজুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।