ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

এমটিবির গ্রুপ সিএফও সৈয়দ আবুল হাসেম

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৯, জুলাই ৭, ২০১৫
এমটিবির গ্রুপ সিএফও সৈয়দ আবুল হাসেম সৈয়দ আবুল হাসেম

ঢাকা: সৈয়দ আবুল হাসেম সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) গ্রুপ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (গ্রুপ সিএফও) হিসেবে যোগদান করেন।

এমটিবিতে যোগদানের পূর্বে তিনি শাহজালাল ইসলামী ব্যাংকে দীর্ঘ ১২ বছর কর্মরত ছিলেন যার মধ্যে ১০ বছর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে কাজ করেছেন।



১৪ বছরের ব্যাংকিং অভিজ্ঞতাসম্পন্ন হাসেম ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে তার ব্যাংকিং পেশা শুরু করেন।

তিনি একজন ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যাট (এফসিএ), সেই সঙ্গে ফেলো কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যাট (এফসিএমএ)। হাসেম দেশে এবং বিদেশে ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল প্রাক্টটিসের ওপর বিভিন্ন ট্রেনিং কোর্সে অংশ নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।