ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

নরসিংদীতে প্রাণ ডেইরির পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪০, জুলাই ৬, ২০১৫
নরসিংদীতে প্রাণ ডেইরির পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা: প্রাণ ডেইরি লিমিটেডের দু’দিনব্যাপী পরিবেশক সম্মেলন সম্প্রতি নরসিংদিতে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে অনুষ্ঠিত হয়। এতে প্রাণ ডেইরির প্রায় ৩শ’ পরিবেশক উপস্থিত ছিলেন।



প্রাণ এর দুগ্ধজাত পণ্য বাজারজাতকরণে পরিবেশকদের সাম্প্রতিক সফলতায় কৃতজ্ঞতা প্রকাশ করে প্রাণ ডেইরির চিফ অপারেটিং অফিসার আনিসুর রহমান বলেন, ‘নিত্য নতুন দুগ্ধজাত পণ্য উৎপাদনে প্রাণ ডেইরি গবেষণা পরিচালনা করে আসছে। এতে যেমন নতুন নতুন পণ্য উৎপাদিত হচ্ছে তেমনি গবেষণার মাধ্যমে পুরাতন পণ্যকে আরো মানসম্পন্ন করার চেষ্টা করা হয়ে থাকে। ’’

প্রাণের পরিচালক ইলিয়াস মৃধা, প্রধান বিপণন কর্মকর্তা কামরুল হাসান, বিপণন প্রধান মোল্লা ওমর শরিফসহ প্রাণের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।