ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

ওমরা পালনে সৌদি যাচ্ছেন শিল্পমন্ত্রী

স্টাফ করেসপনেডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৯, জুলাই ৬, ২০১৫
ওমরা পালনে সৌদি যাচ্ছেন শিল্পমন্ত্রী শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

ঢাকা: ওমরা পালনে সৌদি আরব যাচ্ছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

সোমবার (০৬ জুলাই) রাতে তিনি সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বলে জানা যায় শিল্প মন্ত্রণালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে।



বিজ্ঞপিতে জানানো হয়, ওমরা পালনে পাঁচদিনের জন্য সৌদি আরব যাচ্ছেন শিল্পমন্ত্রী। তিনি ১১ জুলাই দেশে ফিরবেন।

আরও জানা যায়, এটি শিল্পমন্ত্রীর সম্পূর্ণ ব্যক্তিগত সফর। তবে তিনি যেহেতু বাংলাদেশের একটি দায়িত্বশীল পদে (শিল্পমন্ত্রী) রয়েছেন সেহেতু পাঁচদিনের সফরে সৌদি সরকারের শিল্প বিষয়ক দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে।

বৈঠকে দু’দেশের মধ্যে শিল্প বিষয়ক সম্পর্ক কীভাবে আরও ভালো করা যায় সে বিষয়েও আলোচনা হতে পারে বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৫
ইউএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।