ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

খাদ্যপণ্য বিক্রয়ে অনিয়ম

মিরপুরে প্রিন্সবাজার, কুপার্স ও জি মার্টকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৮, জুলাই ৫, ২০১৫
মিরপুরে প্রিন্সবাজার, কুপার্স ও জি মার্টকে জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: খাদ্যপণ্য বিক্রয়ে অনিয়মের দায়ে রাজধানীর মিরপুরে প্রিন্স বাজার, কুপার্স পেস্ট্রিশপ ও জি মার্ট সুপার মার্কেটকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (০৫ জুলাই) বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়।



ঢাকা মেট্রোপলিটন প‍ুলিশের (ডিএমপি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান অভিযানটির নেতৃত্ব দেন।

তিনি জানান, মিরপুর-১ নম্বরে অবস্থিত প্রিন্স বাজারকে মেয়াদোত্তীর্ণ ও তারিখবিহীন পণ্য রাখা এবং বিএসটিআই’র অনুমোদনহীন খেজুর বিক্রি করার দায়ে ভোক্তা অধিকার আইনের ৩৭ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মিরপুর-২ নম্বরে অবস্থিত জি মার্ট সুপার মাকের্ট কর্তৃপক্ষকে বিএসটিআই’র অনুমোদনহীন দধি বিক্রি করার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়াও একই এলাকার কুপার্স পেস্ট্রিশপকে বিএসটিআই’র অনুমোদনহীন টমেটো সস রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৫
এনএইচএফ/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।