ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

শেরপুর পৌরসভার বাজেট ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৭, জুন ৩০, ২০১৫
শেরপুর পৌরসভার বাজেট ঘোষণা ছবি : সংগৃহীত

বগুড়া: বগুড়ার শেরপুর পৌরসভার ২০১৫-১৬ অর্থবছরে ২৮ কোটি ১৪ লাখ ৮৪ হাজার ১৮০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে ৫টায় পৌরসভার সভাকক্ষে এক অনুষ্ঠানে ভারপ্রাপ্ত মেয়র ফিরোজ আহমেদ জুয়েল এ বাজেট ঘোষণা করেন।



এবারের বাজেটে পৌরসভার নানামুখী উন্নয়নসহ নাগরিক সেবার মান বাড়াতে বিশেষ পরিকল্পনা রাখা হয়েছে। তবে নতুন করে কোন কর বাড়ানো হয়নি।

অনুষ্ঠানে পৌরসভার কাউন্সিলর আব্দুল বারী, বদরুল ইসলাম পোদ্দার ববি, নিমাই ঘোষ, গোবিন্দ বাগচি, এবিএম মোস্তাফিজুর রহমান মোস্তাক, তাপস মালাকার, চন্দন কুমার দাস রিংকু, মহিলা কাউন্সিলর শিল্পী বেগম, মমতাজ বেগম রুবি, আঞ্জুয়ারা লায়লা বারী মুন প্রমুখ উপিস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, জুন ৩০ ২০১৫
এমবিএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।