ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

ন্যাশনাল ব্যাংক অফিসারদের ট্রেনিং কোর্স

নিউজি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫১, জুন ২৮, ২০১৫
ন্যাশনাল ব্যাংক অফিসারদের ট্রেনিং কোর্স

ঢাকা: ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (এনবিএল) প্রবেশনারি অফিসারদের ৫১তম ব্যাচের ফাউন্ডেশন ট্রেনিং কোর্স অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি ব্যাংকটির ট্রেনিং ইনস্টিটিউটে এ কোর্স অনুষ্ঠিত হয় বলে এনবিএল’র জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল হামীদ সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।



এনবিএল’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. বদিউল আলম কোর্স শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

ব্যাংকটির ৩৪জন প্রবেশনারি অফিসার এ ফাউন্ডেশন কোর্সে অংশ নেন।
অনুষ্ঠানে এনবিএল ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মজিবুর রহমান এবং সিনিয়র ফ্যাকাল্টি হরিনারায়ণ দাস ও ফারজানা হক উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
বিজ্ঞপ্তি/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।