ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

সরকার ৮০ ভাগ ট্যাক্স থেকে বঞ্চিত

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৩, জুন ২৪, ২০১৫
সরকার ৮০ ভাগ ট্যাক্স থেকে বঞ্চিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ ট্যাক্স পেয়ার্স সোসাইটির সভাপতি মো: নূরুল আজহার দাবি করেছেন, সরকার ৮০ ভাগ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। কিছু অসৎ কর্মকর্তাসহ দালাল চক্রের খপ্পরে পড়ে সরকার এ ট্যাক্স থেকে বঞ্চিত।



বুধবার (২৪ জুন’২০১৫) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ ট্যাক্স পেয়ার্স সোসাইটি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

তিনি বলেন, মানুষ কর দিতে হয়রানির পাশাপাশি অসৎ কর্মকর্তা ও দালাল চক্রের খপ্পরে পড়ে ট্যাক্স  দিতে নিরুৎসাহিত হন।

এছাড়া অডিটের নামে হয়রানি চলছে বলে উল্লেখ করে তিনি বলেন, রাজস্ব কর্মকর্তারা অডিটের ভয় দেখিয়ে তাদের স্বার্থসিদ্ধি করছে। পাশাপাশি একজনের ফাইল বার বার অডিট হচ্ছে। আবার দালালের মাধ্যমে কাজ করলে অনেকের ফাইল আর অডিট হয়না।

ট্যাক্স পেয়ার্স সোসাইটির মহাসচিব মো: হান্নান হেসেন লিখিত বক্তব্যে বলেন, বর্তমান সরকারের  ঘোষিত এই বাজেট গতানুগতিক। এখানে ঘুষ, দুর্নীতি প্রতিরোধের কোন ব্যবস্থা নাই। বেকারত্ব দূর করার কোনো পদক্ষেপ ও কর ফাঁকি রোধে দুর্নীতিবাজ কর কর্মকর্তা, কর্মচারীদের শাস্তির ব্যবস্থা এ বাজেটে নেই।

ট্রাইব্যুনাল এবং হাইকোর্টে রেফারেন্স মামলা দায়েরের ক্ষেত্রে দাবিকৃত কর ও ৫৩পি নতুন ধারার কার্যকারিতা প্রত্যাহারেরও দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যাক্স পেয়ার্স সোসাইটির যুগ্ন মহাসচিব আবুল হাসিব খান, তুষার রায় প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
এসএস/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।