ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

এতিমখানার শিশুদের নিয়ে লা মেরিডিয়ান ঢাকা’র ইফতার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৭, জুন ২৪, ২০১৫
এতিমখানার শিশুদের নিয়ে লা মেরিডিয়ান ঢাকা’র ইফতার

ঢাকা: রাজধানীর নতুন ও বৃহত্তম অভিজাত হোটেল লা মেরিডিয়ান ঢাকা মঙ্গলবার (২৩ শে জুন’২০১৫) বাইতুল আমান হাউজিং সোসাইটি মাদরাসা ও এতিমখানার শিশুদের সাথে নিয়ে এক ইফতার মাহফিল আয়োজন করে।

এতে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন প্রধান অতিথি উপস্থিত ছিলেন এবং শিশুদের প্রতি তিনি শুভ কামনা জানান।

বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খুরশেদ আলম চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লা মেরিডিয়ান ঢাকা হোটেল-এর চেয়ারম্যান আমিন আহম্মেদ ও জেনারেল ম্যানেজার আশওয়ানি নায়ার।

ছোট পরিসরে উদ্বোধন হওয়া লা মেরিডিয়ান ঢাকা-র এক মাসও পরিপূর্ণ হয়নি। এরই মাঝে পবিত্র রমজান শুরু হওয়াতে প্রতিষ্ঠানটি সামাজিক দায়বদ্বতা পালনের উৎকৃষ্ট সুযোগ লাভ করে।

হোটেলের কর্মকর্তারা মাদরাসা ও এতিমখানার ২০০ শিশুদের মাঝে বিভক্ত হয়ে যায় এবং সবার প্রতি মনযোগ প্রদর্শন করে এবং বিভিন্ন উৎসাহব্যঞ্জক আলোচনা করে যাতে শিশু মনে উন্নতি করার অনুপ্রেরণা বদ্ধমূল হয়।

“লা মেরিডিয়ান ঢাকা তার পথচলার শুরুতেই এই সুন্দর মূহুর্তটুকু ছোট এই শিশুদের সাথে ভাগাভাগি করে নেয়ার অভিজ্ঞতাটি খুবই উৎসাহব্যঞ্জক” বলেন আশওয়ানি নায়ার।

তিনি আরও বলেন “তারাই আমাদের কাঙ্খিত ভোক্তা অতিথি যারা অনুসন্ধিতসু ও সৃজনশীল। সেইক্ষেত্রে শিশুদের থেকে বেশি অনুসন্ধিতসু ও সৃজনশীল আর কে হতে পারে। শিশুরা সব সময় আমাদের অনুপ্রেরণার উৎস, তাই যতটুকু সময় আমরা একসাথে কাটালাম, আমরাও চেষ্টা করেছি তাদের ভিতরে অনুপ্রেরণার বীজ বপন করতে। ”

লা মেরিডিয়ান ঢাকার অবস্থান হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র দুই কিঃ মিঃ দূরত্বে, শহরের বাণিজ্যিক কেন্দ্রবিন্দু ও রেডিমেড গার্মেন্টস্ সেক্টরের কর্পোরেট অফিস সমৃদ্ধ উত্তরার সংযোগস্থল নিকুঞ্জ ২, খিলখেত এলাকায়।

কৌতুহল উদ্দীপক নকশা সম্বলিত এ হোটেলের সর্বমোট ৩০৪ টি অতিথি রুম ও স্যুইট রয়েছে যা সত্যিই মনোমুগ্ধকর।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।