ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

এই ঈদে বাংলালিংক গ্রাহকরা পাচ্ছেন বাটায় ১০% ছাড়!

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৫, জুন ২৪, ২০১৫
এই ঈদে বাংলালিংক গ্রাহকরা পাচ্ছেন বাটায় ১০% ছাড়!

ঢাকা: ঈদুল ফিতর উপলক্ষে বাটা থেকে কেনাকাটা করলেই বাংলালিংক’র সব গ্রাহক পাবেন ১০ শতাংশ ছাড়। এ সুযোগ ২৬ জুন থেকে শুরু হয়ে ঈদের দিন পর্যন্ত চলবে।



বুধবার (২৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য ‍জানানো হয়।

বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) যিয়াদ সাতারা বলেন, নিত্য নতুন সুযোগ-সুবিধা এবং সমাধান পৌঁছে দিতে বাংলালিংক সব সময় গ্রাহকদের কাছে থাকার চেষ্টা করে।

আমি বিশ্বাস করি, আমাদের এই নতুন প্রচার গ্রাহকদের জন্য একটি আরামদায়ক রমজান এবং আনন্দিত ঈদ উদ্যাপনে সাহায্য করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলালিংকের পক্ষে মার্কেটিং বিভাগের সিনিয়র ডিরেক্টর সোলায়মান আলমসহ হেড অব ম্যাস্ মার্কেট, লয়াল্টি অ্যান্ড পার্টনারশিপ অ্যান্ড কাস্টমার বেজ ম্যানেজমেন্ট মাহবুবুল আলম  এবং বাটা সু কোম্পানি’র পক্ষে রিটেইল ম্যানেজার শিন কি লী এবং অ্যাডভার্টাইজিং অ্যান্ড প্রমোশন ম্যানেজার রাজিব জাহান ফেরদৌস উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।