ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

বিকেবির নতুন মহাব্যবস্থাপক আফজাল করিম

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৪, জুন ২৪, ২০১৫
বিকেবির নতুন মহাব্যবস্থাপক আফজাল করিম

ঢাকা: মো. আফজাল করিম সম্প্রতি বাংলাদেশ কৃষি ব্যাংকে (বিকেবি) মহাব্যবস্থাপক পদে যোগ দিয়েছেন। এর আগে তিনি বাংলাদেশ হাউজ বিল্ডিং ফিন্যান্স করপোরেশনে মহাব্যবস্থাপক (অপারেশন) পদে চলতি দায়িত্বে ছিলেন।



মো. আফজাল করিম বাংলাদেশ চা-বোর্ড, একটি বহুজাতিক কোম্পানি এবং সেনা কল্যাণ সংস্থায় প্রকল্প ব্যবস্থাপক হিসেবেও দায়িত্ব পালন করেন।

১৯৯৫ সালে তিনি বাংলাদেশ হাউজ বিল্ডিং ফিন্যান্স করপোরেশনে ঊর্ধ্বতন মুখ্য কর্মকর্তা হিসেবে যোগ দেন। সেখানে তিনি সহকারী মহাব্যবস্থাপক, চট্টগ্রাম ও ঢাকায় জোনাল প্রধান এবং বিভাগীয় প্রধান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

দেশে ও বিদেশে (ভারত, ইতালি ও মালয়েশিয়া) বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণের অভিজ্ঞতাও রয়েছে তার।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।