ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

প্রাইম ইসলামী লাইফ-বিএনএস গ্রুপ চুক্তি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫০, জুন ২৪, ২০১৫
প্রাইম ইসলামী লাইফ-বিএনএস গ্রুপ চুক্তি ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনএস গ্রুপের কর্মকর্তা-কর্মচারীদের গোষ্ঠী জীবনবীমার আওতায় আনার লক্ষ্যে সম্প্রতি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। বনানীস্থ বিএনএস গ্রুপের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন বিএনএস গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এমএনএইচ বুলু ও প্রাইম ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজী মো. মোরতুজা আলী।



উপস্থিত ছিলেন প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের আনিছুর রহমান, পরামর্শক (ব্যবসা উন্নয়ন), অ্যাকচুরিয়াল বিভাগের ইনচার্জ শহিদুর রহমান, গ্রুপবীমা বিভাগের ইনচার্জ মো: শেখ আবু খালেদ, গ্রুপ বিপণন বিভাগের জেইভিপি (পিআরটি) মোহাম্মদ শাহ্ আলম কিরণ এবং বিএনএস গ্রুপ অব কোম্পানির নির্বাহী পরিচালক মো: আতিকুল্লাহ ও প্রধান অর্থ-কর্মকর্তা আব্দুল মান্নান মজুমদার।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।