ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

হিলিতে ৩৫ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার

হিলি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৯, জুন ২৩, ২০১৫
হিলিতে ৩৫ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার

হিলি(দিনাজপুর): হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় ও ট্রেনে চোরচালান বিরোধী অভিযান চালিয়ে ৩৫ লাখ টাকা মূল্যের ভারতীয় ফেনসিডিল, ট্যাবলেট, শাড়ি ও জিরাসহ বিভিন্ন পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

সোমবার সকাল থেকে মঙ্গলবার (২৩ জুন) সকাল ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয় বলে জয়পুরহাট-৩ বিজিবি ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।



উদ্ধার হওয়া পণ্যগুলো হলো-ফেনসিডিল ১০০ বোতল, লুজ ফেনসিডিল ৩.৭ কেজি, ডেক্সিন ট্যাবলেট ২ হাজার ৯৫০ পিস, প্রাকটিন ট্যাবলেট ২ হাজার ৮৫০ পিস, জিরা ৮৫ কেজি, শার্ট পিস ২৯টি, থ্রি-পিস ৯টি, শাড়ি ১৪১টি, পোস্তদানা ২৫ কেজি, কিচমিচ ১৫ কেজি। এসব পণ্যের বিজিবি নির্ধারিত সিজার মূল্য ৩৫ লাখ ৪৯ হাজার ১২০ টাকা।

উদ্ধারকৃত পণ্যের মধ্যে মাদকদ্রব্য গুলি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে এবং অন্যান্য পণ্যগুলি সিজারের মাধ্যমে হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।