ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

৩ বছরের কিস্তিতে ওয়ালটন পণ্য

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৬, জুন ২৩, ২০১৫
৩ বছরের কিস্তিতে ওয়ালটন পণ্য ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কিস্তিতে ওয়ালটন পণ্য কেনা আরো সহজ করেছে ওয়ালটন। এখন থেকে ওয়ালটন পণ্য কেনা যাবে সর্বোচ্চ ৩ বছরের কিস্তিতে।



সম্প্রতি মতিঝিলে ওয়ালটনের কনফারেন্স হলে আয়োজিত  সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ওয়ালটন কর্তৃপক্ষ।

মোবাইল ফোন সেট বাদে ওয়ালটন ব্র্যান্ডের সকল পণ্যের ক্ষেত্রে এই সুবিধা কার্যকর। তবে নূন্যতম সাড়ে ৮ হাজার টাকার পণ্য কিনলে কিস্তি প্রযোজ্য হবে। এর আগে সর্বোচ্চ ৩০ মাসের কিস্তিতে কেনা যেতো ওয়ালটনের বিভিন্ন পণ্য।

ওয়ালটন ব্র্যান্ডের টিভি, ফ্রিজ, এসি, মোটরসাইকেল, জেনারেটর, হোম ও কিচেন এ্যাপ্লায়েন্সসহ অন্যান্য পণ্য নামমাত্র ডাউন পেমেন্ট দিয়ে এমআরপি মূল্যে ৬ মাসের কিস্তিতে কেনা যায়। এর বাইরে সর্বোচ্চ ৩ বছরের সহজ কিস্তিতে পণ্য কেনার সুযোগতো থাকছেই।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের প্লাজা সেলস এন্ড ডেভেলপমেন্ট বিভাগের নির্বাহী পরিচালক ইভা রিজওয়ানা, ফার্স্ট সিনিয়র অতিরিক্ত পরিচালক কামাল হোসেন, উপ পরিচালক মীর গোলাম ফারুক, ফার্স্ট সিনিয়র সহকারী পরিচালক সফিউল্লাহ লিটন ও আল মাহফুজ খান, সহকারী পরিচালক ওবায়দুল মোর্শেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।