ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

শিল্প মালিক সমিতির সভাপতি হলেন এমপি বাবলা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০০, জুন ২১, ২০১৫
শিল্প মালিক সমিতির সভাপতি হলেন এমপি বাবলা এমপি আবু হোসেন বাবলা

ঢাকা: জাতীয় পার্টির সংসদ সদস্য (এমপি) সৈয়দ আবু হোসেন বাবলা শ্যামপুর-কদমতলী শিল্প মালিক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন।

আর সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন হাসান রি-রোলিং মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. মাইনুল হোসেন।

রোববার (২১ জুন) এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, শনিবার রাতে রাজধানীর একটি হোটেল সংগঠনের বিশেষ সভায় নতুন এ কমিটি গঠন করা হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সাবেক সভাপতি হাজী মো. আবুল হোসেন।

সভায় সভাপতি পদে ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা ও সাধারণ সম্পাদক পদে মাইনুল হোসেনকে প্রার্থিতা ঘোষণা করেন। দুই পদে আর কোন প্রার্থী না থাকায় কণ্ঠভোটে নির্বাচিত তারা উভয়ে নির্বাচিত হন।

এমপি বাবলার একান্ত সচিব সুজন দের পরিচালনায় সভায় বক্তব্য দেন- শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান সাইজুল, আব্দুল মান্নান, হারুন অর রশীদ, মোহাম্মদ আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, জুন ২১, ২০১৫
এসআই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।