ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

শাহ্জালাল ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মোশাররফ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৪, জুন ২১, ২০১৫
শাহ্জালাল ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মোশাররফ মোশাররফ হোসেন

ঢাকা: শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন মোশাররফ হোসেন।

সম্প্রতি পরিচালক পর্ষদের ২১৭তম সভায় সর্বসম্মতিক্রমে  তিনি পুন:নির্বাচিত হন।



রোববার (২১ জুন) প্রতিষ্ঠানটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মোশাররফ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর ১৯৭০ সালে পূবালী ব্যাংক লিমিটেডে (তৎকালীন ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড) প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন।

সর্বশেষ স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ও আইএফআইসি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, জুন ২১, ২০১৫
এসএন/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।