ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

আগারগাঁওয়ে তাঁত বস্ত্রমেলার উদ্বোধন করলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৬, জুন ১৯, ২০১৫
আগারগাঁওয়ে তাঁত বস্ত্রমেলার উদ্বোধন করলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর আগারগাঁওয়ে শুরু হয়েছে মাসব্যাপী তাঁত বস্ত্রমেলা। আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।



শুক্রবার (১৯ জুন) দুপুরে এ মেলার উদ্বোধন করা হয়। এ সময় মেলার সভাপতি তারিক হাসান কাজল, পরিচালক ইসহাক মিয়া ও ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

মেলার উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী মেলা প্রাঙ্গণ ঘুরে ঘুরে দেখেন।

মেলা ঘুরে দেখা যায়, বরাদ্দ করা ৬০টি স্টলের মধ্যে অধিকাংশ স্টলের কাজ এখনও শেষ হয়নি। এগুলোর কাজ চলছে ধীর গতিতে।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, জুন ১৯, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।