ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

‘নিরাপত্তা নিশ্চিত হলে বিদেশি বিনিয়োগ বাড়বে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪১, জুন ১৮, ২০১৫
‘নিরাপত্তা নিশ্চিত হলে বিদেশি বিনিয়োগ বাড়বে’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যমায়ের দেশে পরিণত করতে সবার আগে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া।
 
বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১টায় ডিএমপি’র সদর দফতরে পুলিশের টহল গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।


 
তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে বিদেশি বিনিয়োগ বাড়বেনা। বিদেশি বিনিয়োগ না বাড়াতে পাড়লে দেশকে মধ্যমায়ের দেশে পরিণত করা যাবে না।
 
আসাদুজ্জামান মিয়া বলেন, শুধু পুলিশের একার পক্ষে দেশের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জনগণের মাঝেও নিরাপত্তা বোধ সৃষ্টি করতে হবে।
 
তিনি বলেন, রমজান ও ঈদে মানুষ যাতে নিরাপদে চলাচল ও তাদের জান-মালের নিরাপত্তা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে সব ধরণের ব্যবস্থাই গ্রহণ করেছে পুলিশ।
 
অনুষ্ঠানে ইষ্টার্ন হাউজিং লিমিটেডের সিনিয়র নির্বাহী পরিচালক নাজেম নিয়াজ এ সময় কমিশনারের হাতে টহল গাড়ির চাবি তুলে দেন।
 
এ সময় ডিএমপির ও ইষ্টার্ন হাউজিং এর উর্ধতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।  
 
বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, জুন ১৮, ২০২৫
এনএ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।