ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

এটি একটি বৃহত্তর আকারের গতানুগতিক বাজেট: বিশ্বব্যাংক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৬, জুন ১৫, ২০১৫
এটি একটি বৃহত্তর আকারের গতানুগতিক বাজেট: বিশ্বব্যাংক ছবি: দিপু/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে একটি বৃহত্তর আকারের গতানুগতিক বাজেট হিসেবে মন্তব্য করেছেন বিশ্বব্যাংক ঢাকা অফিসের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন।

সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১১টায় রাজধানীর আগারগাঁয়ে প্রস্তাবিত বাজেটের ওপর সাংবাদিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।



জাহিদ হোসেন বলেন, এ বাজেটের ‍আকার ও মিশ্রণ একই। অর্থায়নের দিক থেকে কনস্ট্যান্ট হতে পারে।

তিনি আরও বলেন, প্রস্তাবিত বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে জিডিপির সাতভাগ প্রবৃদ্ধি অর্জন করা। কারণ, আমাদের আর্থিক দিক দিয়ে কিছু ঝুঁকিও রয়েছে। যেমন- বিনিয়োগ পরিবেশের কাঠামোগত দু্র্বলতা, পোশাকশিল্পের পরিবেশগত ঝুঁকি, তেলের দাম হঠাৎ বাড়লে সবদিক দিয়ে সমস্যা এবং বর্তমান রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

এছাড়া প্রস্তবিত বাজেটের ভালো দিকের মধ্যে সুদের হার কমানো ও মূল্যস্ফীতি সন্তোষজনক বলে উল্লেখ করেন তিনি।

এসময় অন্যদের মধ্যে বিশ্বব্যাংক ঢাকা অফিসের অ্যাক্টিং কান্ট্রি ডিরেক্টর সালমান জায়েদী ও জনসংযোগ কর্মকর্তা মেহরীন ই মাহবুব উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
এমআইএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।