ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

খুলনা জেলা প্রশাসন থেকে ইস্যুকৃত লাইসেন্স নবায়ন শুরু ১ জুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৪, মে ২৬, ২০১৫
খুলনা জেলা প্রশাসন থেকে ইস্যুকৃত লাইসেন্স নবায়ন শুরু ১ জুন

খুলনা: খুলনা জেলা প্রশাসন থেকে ইস্যুকৃত জুয়েলারি, কারিগরী, লোহা ও ইস্পাতজাত দ্রব্য, সিমেন্ট, কাপড় (পাইকারি ও খুচরা), সুতা (পাইকারি ও খুচরা), সিগারেট, দুগ্ধ জাতদ্রব্য ইত্যাদির ব্যবসা পরিচালনার নিমিত্তে ডিলিং লাইসেন্স (২০১৫-১৬ অর্থবছর) আগামী ১ জনু থেকে নবায়ন শুরু হবে, যা চলবে ৩০ জুন পর্যন্ত।

অফিস চলাকালে জেলা প্রশাসক কার্যালয়ের ব্যবসা ও বাণিজ্য শাখায় যোগাযোগ করে লাইসেন্স নবায়ন করা যাবে।


 
এছাড়া যে সব ব্যবসায়ী লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করছেন তাদেরকে দ্রুত লাইসেন্স গ্রহণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখিত সময়ের মধ্যে যারা লাইসেন্স নবায়নে ব্যর্থ হবেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে খুলনা জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯১৩ ঘণ্টা, মে ২৬, ২০১৫
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।