ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

ফার্স্ট সিকিউরিটি ব্যাংক- আল হেলাল হাসপাতাল চুক্তি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৮, মে ২০, ২০১৫
ফার্স্ট সিকিউরিটি ব্যাংক- আল হেলাল হাসপাতাল চুক্তি

ঢাকা: হ্রাসকৃত মূল্যে মেডিকেল সার্ভিসেস্ সুবিধা দিতে বেসরকারি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সঙ্গে কর্পোরেট হেলথ কেয়ার চুক্তি সই করেছে আল-হেলাল স্পেশালাইজড হসপিটাল লি:।

সম্প্রতি ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলীর উপস্থিতিতে বিপনণ, উন্নয়ন ও জনসংযোগ বিভাগের প্রধান আজম খান ও আল-হেলাল স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের পরিচালক(মেডিকেল সার্ভিস) প্রফেসর ডা: মো: আবু শামীম এ চুক্তিতে সই করেন।



চুক্তির আওতায় ব্যাংকের কর্মকর্তা কর্মচারী, ডেবিট কার্ড হোল্ডার ও তাদের আত্মীয় স্বজনরা হ্রাসকৃত মূল্যে মেডিকেল সার্ভিসেস্ সুবিধা পাবেন।

চুক্তি সই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের জেনারেল সার্ভিসেস্ ডিভিশনের প্রধান এ. কে. এম. আবু ছগীর চৌধুরী, মার্কেটিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিভিশনের কর্মকর্তাগণ,  আল-হেলাল স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের বিজনেস্ কনসালটেন্ট মো: তারিক হুসাইন, বিজনেস্ ডেভেলপমেন্ট ম্যানেজার মো: শফিকুল ইসলাম তালুকদার উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মে ২০, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।