ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

জনতা ব্যাংকে নতুন ২ মহাব্যবস্থাপক

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৪, মে ১৯, ২০১৫
জনতা ব্যাংকে নতুন ২ মহাব্যবস্থাপক মোঃ জিকরুল হক ও মিজানুর রহমান

ঢাকা: মোঃ জিকরুল হক ও মিজানুর রহমান সম্প্রতি জনতা ব্যাংক লিমিটেডে মহাব্যবস্থাপক হিসেবে যোগদান করেছেন।

জিকরুল হক এর আগে ব্যাংকের এইচআরডিডি’র উপমহাব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন।

১৯৮৬ সালে জনতা ব্যাংকে পল্লী ঋণ কর্মকর্তা(সিনিয়র অফিসার) হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন।

তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি প্রকৌশলে স্নাতক এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তার জন্ম ১৯৬২ সালে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সোনাপুকুর গ্রামে।

অন্যদিকে মিজানুর রহমান এর আগে ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৭৯ সালে প্রবেশনারি অফিসার হিসেবে জনতা ব্যাংকে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন।

মিজানুর রহমান ১৯৫৬ সালে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার সাগরদি গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন।

মঙ্গলবার(১৯ মে’২০১৫) ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, মে ১৯, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।