ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

ব্যাংকগুলোর এক্সপোজার সময়সীমা বাড়ানোর দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৭, মে ১৮, ২০১৫
ব্যাংকগুলোর এক্সপোজার সময়সীমা বাড়ানোর দাবি

ঢাকা: পুঁজিবাজারের উন্নয়নে ব্যাংকগুলোর এক্সপোজার সময়সীমা ২০২০ সাল পর্যন্ত বাড়ানোর দাবি জানিয়েছেন আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

সোমবার (১৮ মে) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ঢাকা অফিসে সিএসই’র সঙ্গে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি দলের সভায় এ দাবি জানানো হয়।



সভায় বর্তমান পুঁজিবাজার ও এর সামগ্রিক উন্নয়নে আর্থিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

এ সময় সিএসই’র পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. মুহাম্মদ আবদুল মজিদ। আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি দলে বিভিন্ন ব্যাংকের অঙ্গ সংগঠনের প্রতিনিধিরা প্রতিনিধিত্ব করেন। তারা হলেন- ইবিএল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইদুর রহমান, আল আরাফাহ সিকিউরিটিজের নমিনি পরিচালক রেজাউর রহমান, আইডিএলসি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুদ্দিন, এমটিবি সিকিউরিটিজের প্রধান নির্বাহী মো. নজরুল ইসলাম মজুমদার, এনসিসি ব্যাংক সিকিউরিটিজের প্রধান নির্বাহী মো. আব্দুল বারী সরকার, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী ওয়ালি উল ইসলাম ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের প্রতিনিধি।  

সভায় আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারের উন্নয়নে ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জানান সিএসই’র চেয়ারম্যান ড. মুহাম্মদ আবদুল মজিদ।  

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, মে ১৮, ২০১৫
এসই/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।