ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

এফবিসিসিআই নির্বাচন

রংপুর চেম্বারে মাতলুব পরিষদের মতবিনিময় সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৩, মে ১৬, ২০১৫
রংপুর চেম্বারে মাতলুব পরিষদের মতবিনিময় সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) আসন্ন নির্বাচনকে সামনে রেখে রংপুর বিভাগের নয়টি চেম্বারের পরিচালক, কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন আব্দুল মাতলুব আহমাদের নেতৃত্বাধীন উন্নয়ন পরিষদের প্রার্থীরা।

শনিবার (১৬ মে) দুপুরে রংপুর চেম্বার অডিটরিয়ামে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন রংপুর চেম্বারের প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটু।

দেশের ব্যবসায়ীদের সার্বিক উন্নয়নে কাজ করার সুযোগ দিতে উন্নয়ন পরিষদকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান জানান প্যানেলটির প্রধান ও নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের সাবেক সহ-সভাপতি ও বর্তমান পরিচালক এবং রংপুর চেম্বারের সাবেক সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, এফবিসিসিআইয়ের পরিচালক ও লালমনিরহাট চেম্বারের সাবেক সভাপতি মো. সিরাজুল হক, রংপুর চেম্বার কর্তৃক এফবিসিসিআইয়ের মনোনীত পরিচালক ও রংপুর চেম্বারের সাবেক সভাপতি মো. মোছাদ্দেক হোসেন বাবলু, রংপুর ওমেন চেম্বারের সভাপতি আনোয়ারা ফেরদৌসি পলি, গাইবান্ধা চেম্বারের সভাপতি মো. আবুল খায়ের মুরসালিন পারভেজ, কুড়িগ্রাম চেম্বারের সভাপতি চৌধুরী শফিকুল ইসলাম, নীলফামারী চেম্বারের সভাপতি এস এম শফিকুল আলম (ডাবলু), লালমনিরহাট চেম্বারের সভাপতি শেখ আব্দুল হামিদ বাবু, দিনাজপুর চেম্বারের সভাপতি মো. মোছাদ্দেক হোসেন, রংপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোজতোবা হোসেন রিপন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন উন্নয়ন পরিষদের প্রার্থীরা।

আগামী ২৩ মে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের ২০১৫-২০১৭ দ্বি-বার্ষিক মেয়াদী নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, মে ১৬, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।