ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

ইটভাটার ঋণের মেয়াদ দেড় বছর বাড়ানো হয়েছে

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৮, মে ৯, ২০১৫
ইটভাটার ঋণের মেয়াদ দেড় বছর বাড়ানো হয়েছে

ঢাকা: ইটভাটা চুল্লীর দক্ষতা উন্নয়ন খাতে পুনঃঅর্থায়ন স্কিমের ঋণের মেয়াদ দেড় বছর(১৮ মাস) বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে উদ্যোক্তা পর্যায়ে রেয়াতি সময়সহ প্রদত্ত ঋণের মেয়াদ হবে আট বছর ছয় মাস।

আগে সর্বোচ্চ সাড়ে সাত বছরের জন্য তারা এ সুবিধা নিতে পারতেন।

বৃহস্পতিবার(৭ মে’২০১৫) বাংলাদেশ ব্যাংকের গ্রিন ব্যাংকিং অ্যান্ড সিএসআর বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

গত বছরের জুনে এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়, দেশের ইটভাটাগুলোতে কার্বন নির্গমন হ্রাস এবং জ্বালানির যথাযথ ব্যবহারের মাধ্যমে ইটভাটার চুল্লীর দক্ষতা উন্নয়ন করে পরিবেশবান্ধব ইটভাটা স্থাপন করতে হবে। এ লক্ষ্যে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহায়তায় ৫ কোটি মার্কিন ডলারের একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে চুক্তি করে এ তহবিলের ঋণ ইটভাটা মালিকদের মাধ্যমে বিতরণ করছে। এতদিন এ ঋণের মেয়াদ ছিল রেয়াতি সময়সহ ৭ বছর।

বৃহস্পতিবার সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়, অংশগ্রহণকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো কর্তৃক উপযুক্ত উদ্যোক্তাকে প্রদত্ত ঋণের মেয়াদ হবে রেয়াতী সময় সর্বোচ্চ ১৮ মাস ব্যতীত ৭ বছর। অর্থাত্ রেয়াতী সময়সহ প্রদত্ত ঋণের মেয়াদ হবে ৮ বছর ৬ মাস।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, মে ০৯, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।