ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

প্রাইম ব্যাংকে আইএফসি দলের পরিদর্শন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৮, মে ৫, ২০১৫
প্রাইম ব্যাংকে আইএফসি দলের পরিদর্শন ছবি : সংগৃহীত

ঢাকা: সম্প্রতি আইএফসির এশিয়া ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউশনস গ্রুপের আঞ্চলিক প্রধান গিরিরাজ এস জাদেজা ও প্রতিষ্ঠানটির উর্ধতন কর্মকর্তাগণ প্রাইম ব্যাংক পরিদর্শন করেন এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরীর সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে তারা ক্রমবর্ধমান বিভিন্ন ব্যবসায়িক প্রয়োজনে উভয় পক্ষের যৌথ অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।



এছাড়া আইএফসি পরিদর্শক দল প্রাইম ব্যাংকের বিদ্যমান গ্লোবাল ট্রেড ফাইন্যান্স প্রোগ্রাম(জিটিএফপি)এবং স্বল্পমেয়াদী বৈদেশিক মুদ্রা অর্থায়ন পদ্ধতিতে তাদের সন্তোষ প্রকাশ করেন।

এ সময় আইএফসির এশিয়া ফাইনান্সিয়াল মার্কেট ম্যানেজার ইনেসা তলোকনি্নকোভা, বাংলাদেশ সিনিয়র কান্ট্রি অফিসার মোহাম্মদ রেহান রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, মে ০৫, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।