ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ-পোল্যান্ড বাণিজ্য বৃদ্ধিতে সেমিনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৯, মে ২, ২০১৫
বাংলাদেশ-পোল্যান্ড বাণিজ্য বৃদ্ধিতে সেমিনার ছবি: দেলোয়ার হোসেন বাদল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও ঢাকাস্থ পোল্যান্ড দূতাবাসের আয়োজনে বাংলাদেশের সঙ্গে পোল্যান্ডের বাণিজ্য বৃদ্ধি বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০২ মে) রাজধানীর স্পেকট্রা কনভেনশন সেন্টারে সেমিনারটি অনুষ্ঠিত হয়।



এ সেমিনারে উপস্থিত ছিলেন, এফবিসিসিআই’র প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী, বাংলাদেশে নিযুক্ত পোল্যান্ডের রাষ্ট্রদুত টমাস লুকাসজুক, পোল্যান্ড দূতাবাসের ইকোনমিক সেকশনের কাউন্সিলর মারিয়া লুকাসজুক, জারোসল জে গ্রোবিরিক, ট্রেড সেকশনের প্রধান জাবিগনিউ ম্যাগডিয়ারস প্রমুখ।

অংশগ্রহণকারী বক্তারা নিজ দেশের ব্যবসা ক্ষেত্রের নানা রকম সুবিধা, সম্ভাবনা ও দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে বিনিয়োগ বৃদ্ধি করতে নানা উদ্যোগের কথা তুলে ধরেন।

বক্তারা জানান, ২০১৪-১৫ অর্থ বছরের (জুলাই-ডিসেম্বর) প্রথম ছয়মাসে বাংলাদেশ থেকে পোল্যান্ডে ২৬৮ দশমিক ৩ মিলিয়ন ডলারের নিটওয়্যার, ওভেন গার্মেন্টস, হিমায়িত খাদ্য, চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, কৃষি পণ্য, সিরামিক পণ্য ও কার্পেটসহ বিভিন্ন পণ্য রফতানি করা হয়েছে। একই সময়ে পোল্যান্ড থেকে আমদানি করা হয়েছে ১৭ দশমিক ৯ মিলিয়ন ডলারের মেশিনারি পণ্যসহ নানা পণ্য।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, মে ০২, ২০১৫
এসই/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।