ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

ফের খুলেছে আশুলিয়ার বাংলাদেশ কমার্স ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৮, এপ্রিল ২৬, ২০১৫
ফের খুলেছে আশুলিয়ার বাংলাদেশ কমার্স ব্যাংক

আশুলিয়া (ঢাকা): ছয়দিন বন্ধ থাকার পর ফের খুলেছে নারকীয় তাণ্ডবের শিকার বাংলাদেশ কমার্স ব্যাংকের সাভারের আশুলিয়ার কাঠগড়া বাজার শাখা।

গত মঙ্গলবার (২১ এপ্রিল) ভয়ঙ্কর ডাকাতির পর থেকে বন্ধ থাকার পর রোববার (২৬ এপ্রিল) পুনরায় চালু হয় আশুলিয়ার কাঠগড়া বাজার এলাকায় অবস্থিত ব্যাংকটির কার্যক্রম।

এজন্য সকালেই ব্যাংকটির ভেতরে ধুয়ে-মুছে পরিস্কার করা হয়েছে। এরপর থেকে ব্যাংকের সামনে লাইনে দাঁড়িয়ে গ্রাহকরা ব্যাংক থেকে টাকা উত্তোলন করেন।

ডাকাতদের হামলায় নিহত ব্যাংকের ম্যানেজার ওয়ালীউল্লাহ’র জায়গায় যোগ দিয়ে কাজ শুরু করেছেন ফিরোজ আহমেদ নামের একজন নতুন ম্যানেজার।

তবে কর্মরত ব্যাংক কর্মকর্তাদের মাঝে এখনো আতঙ্ক বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যাংকটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

রোববার বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা ব্যাংকটি পরিদর্শন করবেন বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

গত মঙ্গলবার দুপুরে কমার্স ব্যাংকের কাঠগড়া শাখায় ডাকাতির ঘটনায় নিহত হয়েছেন নয়জন, আহত হন আরও বেশ  । অস্ত্র ও বোমাসহ হানা দিয়ে ডাকাতরা ব্যাংকের ব্যবস্থাপক, নিরাপত্তারক্ষীসহ তিনজনকে হত্যা করে ক্যাশ থেকে টাকা নিয়ে পালানোর সময় স্থানীয়রা প্রতিরোধ করেন। এ সময় ডাকাতদের গুলি ও বোমায় আরও তিনজন নিহত হন।   জনতার ধাওয়ার মুখে সন্দেহভাজন ডাকাতদের দু’জন মোটর সাইকেল থেকে পড়ে গেলে গণপিটুনিতে নিহত হন তাদের একজন। ওই রাতেই হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়। শুক্রবার সন্ধ্যায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
এসএইচএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।