ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

দগ্ধদের চিকিৎসায় বাংলাদেশ ব্যাংকের ৫০ লাখ টাকার সহায়তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৩৫, জানুয়ারি ২৯, ২০১৫
দগ্ধদের চিকিৎসায় বাংলাদেশ ব্যাংকের ৫০ লাখ টাকার সহায়তা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পেট্রোলবোমায় অগ্নিদগ্ধ রোগীদের সুচিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ৫০ লাখ টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
 
বুধবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের অবৈতনিক উপদেষ্টা ড. সামন্তলাল সেন ও বিভাগীয় প্রধান ড. মো. আবুল কালামের কাছে চেকের মাধ্যমে অনুদানের এ টাকা তুলে দেন।


 
এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর এস কে  সুর চৌধুরী, অনুদান সহায়তাকারী প্রতিষ্ঠান এক্সিম ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক’র প্রতিনিধিরা এবং বাংলাদেশ ব্যাংকের গ্রিন ব্যাংকিং এন্ড সিএসআর ডিপার্টমেন্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট’র আইসিইউ আধুনিকীকরণে প্রয়োজনীয় সরঞ্জামাদি ক্রয়ে সহায়তা লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব সিএসআর তহবিল হতে এর আগে ৫০ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়।
 
পেট্রোলবোমায় অগ্নিদগ্ধ রোগীদের সুচিকিৎসার্থে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের ভূমিকা ও গুরুত্ব বিবেচনায় বাংলাদেশ ব্যাংক এ উদ্যোগ গ্রহণ করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
 
বাংলাদেশ সময়: ০৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।