ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

প্রধানমন্ত্রীকে ৪ দফা দাবিতে স্মারকলিপি বিজিএমইএ’র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৮, জানুয়ারি ২৮, ২০১৫
প্রধানমন্ত্রীকে ৪ দফা দাবিতে স্মারকলিপি বিজিএমইএ’র

ঢাকা: পোশাক শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএ’র নেতারা চার দফা দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দিতে যাচ্ছেন।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টা ৪০ মিনিটে বিজিএমইএ’র ১০ সদস্যের নেতারা এ স্মারকলিপি দিতে রওয়ানা হয়েছেন।



চারদফা দাবিগুলি হচ্ছে- ব্যবসা-বাণিজ্যের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা; পোশাক শিল্পের সাপ্লাই চেইন অব্যাহত রাখার ব্যবস্থা করা; ব্যবসায়ীদের শিল্প ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করা; যারা অর্থনীতি ধ্বংস করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধের প্রতিবাদে সকালে কারওয়ান বাজারে অবস্থিত বিজিএমইএ ভবনের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিতে যাওয়ার কথা জানান।

এদিকে, দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সংগঠনটির নেতারা বিজিএমইএ ভবনে স্মারকলিপি প্রদানের বিষয়ে বৈঠক করেন।
 
স্মারকলিপিতে আগামী ২০ বছরের জন্য হরতাল-অবরোধ বন্ধে আইন করার দাবি থাকতে পারে বলেও বিজিএমইএ সভাপতি সমাবেশে আভাস দিয়েছিলেন।   

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫/আপডেটেড: ১৩১৫ ঘণ্টা

** ২০ বছরের জন্য হরতাল-অবরোধ নিষিদ্ধের দাবি
** হরতাল-অবরোধের বিরুদ্ধে ব্যবসায়ীদের প্রতিবাদ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।