ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

ঢাকায় ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট নিয়ে ইইউ বাণিজ্য ফোরাম অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৯, আগস্ট ১২, ২০২৫
ঢাকায় ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট নিয়ে ইইউ বাণিজ্য ফোরাম অনুষ্ঠিত ইইউ বাণিজ্য ফোরাম

ঢাকা: ইউরোপীয় ইউনিয়নের ‘ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট’ (DPP) বাস্তবায়নের প্রস্তুতি নিয়ে ঢাকায় এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (১১ আগস্ট) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই সেমিনার আয়োজন করে বাণিজ্য মন্ত্রণালয়, ইউরোপীয় ইউনিয়ন এবং জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেড (GIZ)।

‘ইইউ বাণিজ্য ফোরাম: ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টের ওপর আলোকপাত’ শীর্ষক এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য সচিব মো. মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন এবং অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান।  

এছাড়াও বিজিএমইএ, বিকেএমইএসহ বিভিন্ন শিল্প ও রপ্তানি খাতের প্রতিনিধি এবং বিশেষজ্ঞরা সেমিনারে অংশ নেন।

বক্তারা বলেন, ইউরোপীয় ইউনিয়নের Ecodesign for Sustainable Products Regulation (ESPR) অনুযায়ী ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট চালু হচ্ছে, যা রপ্তানিকারকদের জন্য একটি বাধ্যতামূলক কাঠামো হয়ে উঠবে।  

বিশেষজ্ঞরা বলেন, ইইউ বাজারে প্রবেশ ধরে রাখতে বাংলাদেশি রপ্তানিকারকদের এখনই প্রস্তুতি নিতে হবে। এ জন্য প্রয়োজন প্রযুক্তিগত সক্ষমতা ও সচেতনতা বৃদ্ধি।

এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।