ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

৮০ ভাগ ঋণ ব্যাংকের চেয়ারম্যান নিয়ে যাওয়ার ঘটনা বাংলাদেশেই ঘটে: উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০১, আগস্ট ৬, ২০২৫
৮০ ভাগ ঋণ ব্যাংকের চেয়ারম্যান নিয়ে যাওয়ার ঘটনা বাংলাদেশেই ঘটে: উপদেষ্টা বৃক্ষরোপণ করছেন ড. সালেহউদ্দিন আহমেদ , ছবি: জি এম মুজিবুর

বাংলাদেশে ব্যাংকের ৮০ শতাংশ ঋণ ব্যাংকের চেয়ারম্যান নিয়ে চলে যায়। এমন ঘটনা বিশ্বের কোথাও ঘটে না, কিন্তু আমাদের এখানে ঘটেছে।

এটি নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সমস্যায় রয়েছেন। বিষয়টি খুঁজে বের করে ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (৬ আগস্ট) সকালে মিরপুরে কৃষি ব্যাংক স্টাফ কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ছাত্রজনতার অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অর্থ উপদেষ্টা বাংলাদেশের খাদ্য উৎপাদনে কৃষি ব্যাংকের ভূমিকা তুলে ধরে বলেন, দেশে শস্য, মৎস্য উৎপাদন ও পশুপালনে কৃষি ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এখন অনেক ব্যাংক কৃষি ঋণ বিতরণে এগিয়ে এলেও এক সময় কৃষি ব্যাংকসহ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোই ছিল কৃষি ঋণের প্রধান ভরসা। সরকারের কৃষি নীতি বাস্তবায়নেও ভূমিকা রেখেছে কৃষি ব্যাংক।

তিনি বলেন, বাংলাদেশে এমন ব্যাংকও আছে যার চেয়ারম্যানই ব্যাংকের ৮০ ভাগ ঋণ নিয়ে চলে যায়। এটা বিরল ঘটনা, যা বিশ্বের কোথাও ঘটে না।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, তরুণরা ২০২৪ সালের অভ্যুত্থান করেছে। তারা জীবন দিয়ে পরিবর্তন এনেছে। এই পরিবর্তনের ধারাকে অব্যাহত রাখতে হবে। দিনটিকে স্মরণীয় করে রাখতে কৃষি ব্যাংকের ঐতিহ্যের ধারাবাহিকতায় কর্মকর্তারা বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছেন। এই বৃক্ষরোপণ কৃষিতে প্রাণবৈচিত্র্য ও সবুজায়নে ভূমিকা রাখবে।

দেশের সংস্কার কার্যক্রম সম্পর্কে অর্থ উপদেষ্টা বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। আমরা দায়িত্ব নিয়ে সংস্কার শুরু করেছিলাম, এখনো তা চলছে। আমাদের মেয়াদ শেষে নির্বাচনের মাধ্যমে আসা নতুন সরকারও এই সংস্কার কার্যক্রম চালিয়ে যাবে।  

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক ও ব্যাংকটির চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহিদ হোসেন।

জেডএ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।