ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৪৭ কোটি ৭৯ লাখ ডলার

সিনিয়র করেসপন্ডেন্ট : | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৩, আগস্ট ৩, ২০২৫
জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৪৭ কোটি ৭৯ লাখ ডলার ফাইল ফটো

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের ৩১ দিনে রেমিট্যান্স এলো ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৩০ হাজার ১০৬ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২১.৫০ টাকা হিসাবে)।

জুলাই মাসে আসা রেমিট্যান্স আগের মাস জুনের চেয়ে কিছুটা কম, তবে আগের বছরের জুলাই মাসের চেয়ে বেশি।

সোমবার (৩ আগস্ট) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

আগের মাস জুনে প্রবাসী আয় এসেছিল ২৮২ কোটি ২৫ লাখ ৩০ হাজার ডলার। আগের বছরের জুলাই মাসে প্রবাসী আয় এসেছিল ১৯১ লাখ ৩৭ লাখ ৭০ হাজার ডলার।

নতুন ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে আগের বছরের গড় প্রতিমাসের চেয়েও কম প্রবাসী আয় এসেছে। ২০২৪-২৫ অর্থবছরের প্রতি মাসে গড় প্রবাসী আয় আসে ২২৫২ কোটি ৭৪ লাখ ৮৩৩ ডলার। আর পুরো বছরে আসে ৩ হাজার ৩২ কোটি ৮৮ লাখ ১০ হাজার ডলার।

এ হিসাবে চলতি বছরের জুলাই মাসে আগের বছরের ১২ মাসের গড় প্রবাসী আয়ের চেয়েও কম প্রবাসী আয় এসেছে।

জুলাই মাসের প্রবাসী আয়ের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে আসে ৫৪ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ডলার। বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে আসে ২২ কোটি ৯২ লাখ ২০ হাজার ডলার। বেসরকারী বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে আসে ১৬৮ কোটি ৯৭ লাখ ৬০ ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১ কোটি ১৩ লাখ ডলার।

জেডএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।