ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

মাইলস্টোনে নিহত-আহতের স্মরণে সিএসইর দোয়া মাহফিল

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৫, জুলাই ২২, ২০২৫
মাইলস্টোনে নিহত-আহতের স্মরণে সিএসইর দোয়া মাহফিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্ত।

ঢাকা: রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত এবং আহতের স্মরণে দোয়া মাহফিল এবং শোকসভার আয়োজন করে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

মঙ্গলবার (২২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

দোয়া মাহফিলে সিএসইর চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান এবং অন্যান্য বোর্ড সদস্যদের মধ্যে প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম ও এম জুলফিকার হোসেন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহণ করেন।

ঊক্ত দোয়া মাহফিল এবং শোকসভা অনুষ্ঠানের শুরুতে সিএসই বোর্ড, ব্যবস্থাপনা পরিচালক এবং সংশ্লিষ্ট সবাই দুর্ঘটনায় নিহতদের জন্য এক মিনিট নিরবতা পালন করেন। এরপর সব নিহতদের বিদেহী আত্মার জন্য দোয়া ও মাগফেরাত  এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়।  

সিএসইর চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় বিমানসেনা, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা দুঃখজনক, অপূরণীয় এবং জাতির জন্য গভীর বেদনাদায়ক। এই ঘটনায় সিএসই পরিবার গভীরভাবে শোকাহত।

এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।