ঢাকা, বুধবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৮ মে ২০২৫, ০০ জিলহজ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পোশাকখাতের উন্নয়নে প্রয়োজন সেন্ট্রাল ফাইন্যান্সিং কো-অর্ডিনেশন সেল: মির্জা ফাইয়াজ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩০, মে ২৭, ২০২৫
পোশাকখাতের উন্নয়নে প্রয়োজন সেন্ট্রাল ফাইন্যান্সিং কো-অর্ডিনেশন সেল: মির্জা ফাইয়াজ মির্জা ফাইয়াজ হোসেন

ঢাকা: আরএমজিখাতে ১৭ বছরের বাস্তব অভিজ্ঞতা নিয়ে অ্যাপ্যারেলস ভিলেজ লিমিটেডের (এভিএল) পরিচালক এবং সম্মিলিত পরিষদ প্যানেলের সদস্য মির্জা ফাইয়াজ হোসেন (ব্যালট ৫৫) বাংলাদেশের পোশাক শিল্পে সহজ শর্ত আর প্রক্রিয়ায় অর্থায়নের সপক্ষে জোরালো মতামত ব্যক্ত করেছেন।

ফাইয়াজ বলেন, নির্বাচিত হলে তিনি এমন একটি আর্থিক কাঠামো গড়ে তুলতে কাজ করবেন, যেখানে সুষ্ঠু প্রক্রিয়ায় চালিত অর্থায়নবান্ধব যোগ্য ফ্যাক্টরি মালিকরা আলাদাভাবে স্বীকৃতি পাবে।

 

তিনি বলেন, বর্তমানে যেসব ফ্যাক্টরি ঋণগ্রস্ত না, সেই ফ্যাক্টরিগুলোকেও সমানভাবে দেখা হয়।

প্রসঙ্গত উল্লেখ্য যে, ফাইয়াজের নিজের কোম্পানি এভিএল সম্পূর্ণ ঋণমুক্তভাবে পরিচালিত হয়। এই ফ্যাক্টরি এখন পর্যন্ত কোনো ঋণখেলাপি হয়নি এবং ১৯৮৫ সালে প্রতিষ্ঠার পর থেকে একদিনের জন্যও শ্রমিকদের বেতন দিতে দেরি করেনি। এই সুষ্ঠু ম্যানেজমেন্টের জন্য কোম্পানি শ্রমিকদের আস্থা ধরে রেখেছে এবং ব্যবসা ধীরে ধীরে বড় হয়ে বর্তমানে উৎপাদন ক্ষমতা আট গুণ এবং আয় ৭ দশমিক ৫ গুণেরও বেশি বেড়েছে। সেই ধারাবাহিকতায় তিনি বিজিএমইএর অধীনে একটি সেন্ট্রাল ফাইন্যান্সিং কো-অর্ডিনেশন সেল স্থাপনের দৃঢ় আহ্বান জানান।  

এই সেলের মাধ্যমে বিজিএমইএ সদস্যরা একটি ক্রেডিট-রেটিং ব্যবস্থার মাধ্যমে ঋণদাতাদের সঙ্গে যুক্ত থাকতে পারবেন। এতে করে যে কোম্পানির পজিটিভ রেকর্ড ও ভালো ম্যানেজমেন্টের হিস্ট্রি আছে, তারা যেন আইডিসিওএল, আইএফসি, আর জিসিএফের মতো প্রতিষ্ঠান থেকে সহজে কম সুদে ঋণ ও অন্যান্য সুবিধা নিতে পারে।  

এ ছাড়া তিনি পরীক্ষামূলকভাবে একটি একক আচরণবিধি প্রস্তাব করেছেন। যেখানে বন্ড ছাড়া কোম্পানিগুলোও যেন অস্থায়ী বন্ড সুবিধা পায়। এজন্য ভ্যাট ও এইচএস কোড সহজ করলে জরুরি রপ্তানি বহাল থাকবে। তাই তিনি ট্যাক্স প্রক্রিয়া সহজ করার জন্য বলেছেন।  

এখন সময় এসেছে একটি অকৃত্রিম ও উদ্যমী বিজিএমইএ গঠন করার জানিয়ে ফাইয়াজ বলেন, এমন একটি কমিটি গঠন করতে হবে যেখানে সদস্যদের সমস্যাগুলো গুরুত্ব পাবে এবং যোগ্যদের কাজের স্বীকৃতি দেওয়া হবে।

(বিজ্ঞপ্তি)

 এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।