ঢাকা, মঙ্গলবার, ২ বৈশাখ ১৪৩২, ১৫ এপ্রিল ২০২৫, ১৬ শাওয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মিথ্যা বলা সরকারি প্রতিষ্ঠানগুলোকে দায়বদ্ধ করতে হবে: আবদুল আউয়াল মিন্টু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৫
মিথ্যা বলা সরকারি প্রতিষ্ঠানগুলোকে দায়বদ্ধ করতে হবে: আবদুল আউয়াল মিন্টু

ঢাকা: এফবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট ও বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টু বলেছেন, কর জিডিপি অনুপাত নিয়ে একেক সময় একক তথ্য পাওয়া গেছে। যে কারণে প্রথমে সরকারি প্রতিষ্ঠানগুলোকে মিথ্যা বলার জন্য জনগণের কাছে দায়বদ্ধ করতে হবে।

রোববার (১২ এপ্রিল) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) আয়োজিত প্রাক বাজেট আলোচনায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আবদুল আউয়াল মিন্টু বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের কাছে একটাই অনুরোধ থাকবে, যারা কর দেয় তাদের হয়রানি বন্ধ করতে হবে। আমরা এমন একটি রাজস্ব নীতি ও মুদ্রানীতি চাই, যেটা সরকারি ও বেসরকারি খাতের জন্য প্রযোজ্য। রাজস্ব ও মুদ্রানীতির মধ্যে সামঞ্জস্য চাই।

তিনি বলেন, ‘আগে অনেক মিথ্যা কথা হয়েছে। উৎপাদন ৪০০ বিলিয়ন, ৫০০ বিলিয়ন ডলার। কাগজের খোঁচায় যদি উৎপাদন কমে ও বাড়ে তাহলে উৎপাদন বাড়ানোর দরকার নেই। ’

আবদুল আউয়াল মিন্টু বলেন, একদিকে সুদের হার বৃদ্ধি, অন্যদিকে খাদ্য সংকট সৃষ্টি করা হবে। এটা কোনো নীতি নয়। ব্যবসায়ীদের প্রতিটি বক্তব্য মূল্যবান, তা আমলে নিয়ে ব্যবসা সহায়ক নীতি করতে হবে।

যারা কর দেয় তাদের পেছনে না থেকে যারা দেয় না তাদের ধরার আহ্বান জানিয়ে এফবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট আবদুল আউয়াল মিন্টু বলেন, এখন থেকে ১৫ বছর আগে এফবিসিসিআই একটি জরিপ করেছিল, সেটা হলো এনবিআর ৮০ শতাংশ ব্যয় করে, যারা কর দেয় তাদের পেছনে। ২০ শতাংশ অন্যান্য জায়গায়। আমরা চাই যারা কর দেয় না তাদের পেছনে ৮০ শতাংশ ব্যয় করেন। আর যারা দেয়, তাদের পেছনে কম যান। তাহলে দেখবেন কর জিডিপি অনুপাত বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে কর জিডিপি অনুপাত মাত্র ৭.৩০ শতাংশ বা তার ওপরে, এটাতে আমারও লজ্জা লাগে। যেখানে আমাদের জিডিপি ৪০০ বিলিয়ন ডলার। করদাতারা এনবিআরের কাছে যেতেই ভয় পায়।

আলোচনায় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক প্রেসিডেন্ট রিজওয়ান রহমান বলেন, সংস্কার কার্যক্রম হিসেবে অটোমেশন করতে হবে। এটা নিয়ে বারবার দাবি করে যাচ্ছি, আগামীতেও করব। তবে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে এনবিআরই অটোমেশনের বিরোধিতা করছে।

ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী ও মীর নাসির হোসেনসহ অন্যান্য ব্যবসায়ী নেতারা।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৫
জেডএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।