ঢাকা, রবিবার, ২৯ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ট্রান্সশিপমেন্ট বাতিল হলেও স্বাভাবিক বাংলাবান্ধা, নেপালে গেল ১৪৭ টন আলু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
ট্রান্সশিপমেন্ট বাতিল হলেও স্বাভাবিক বাংলাবান্ধা, নেপালে গেল ১৪৭ টন আলু

পঞ্চগড়: তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য ভারতের মাটি ব্যবহার করে ট্রান্সশিপমেন্ট বা রপ্তানির সুবিধা বুধবার (৯ এপ্রিল) বাতিল করেছে ভারত। এতে করে দুশ্চিন্তায় পড়তে দেখা গেছে বাংলাবান্ধা স্থলবন্দরের সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকদের।

এর মধ্যে বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে এ বন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল থাকতে দেখা গেছে।

বন্দরে গিয়ে দেখা গেছে, ভারতের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য রপ্তানির ‍সুবিধা ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলে কোনো প্রভাব পড়েনি দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধায়। অন্য দিনের মতো বৃহস্পতিবারও এ শুল্ক স্টেশন দিয়ে স্বাভাবিকভাবে বিভিন্ন পণ্য আমদানি-রপ্তানি করা হয়। আর এর মধ্যে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বন্দরটি দিয়ে ১৪৭ টন আলু নেপালে রপ্তানি হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত এ বন্দর দিয়ে নেপালে গেছে তিন হাজার ৪০২ টন আলু। একই সঙ্গে নেপাল ও ভুটান থেকে অন্য দিনের মতোই আমদানি হয়েছে বোল্ডার পাথর, সুগার মোলাসিস, অর্গানিক রংসহ অন্যান্য পণ্য।

বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন বাংলাবান্ধা স্থলবন্দরের ল্যান্ড পোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ। তিনি জানান, বৃহস্পতিবার নেপাল ও ভুটান থেকে অন্য দিনের মতোই দুপুর পর্যন্ত ২৪টি ট্রাকে এসেছে বোল্ডার পাথর, সুগার মোলাসিস, অর্গানিক রংসহ অন্যান্য পণ্য। এদিন বাংলাদেশ থেকে রপ্তানির জন্য ২৩টি ট্রাক বন্দরে এসেছে। এর মধ্যে নেপালে গেছে ২১টি পণ্যবাহী ট্রাক।

এদিকে ভারতের নেতিবাচক সিদ্ধান্তে বাংলাবান্ধায় কোনো প্রভাব পড়েনি জানিয়ে সংশ্লিষ্ট আমদানি-রপ্তানিকারক ও ব্যবসায়ীদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বানও জানান তিনি।

অপরদিকে বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টেন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন বাংলানিউজকে জানান, বৃহস্পতিবারও এ বন্দর দিয়ে নেপালে গেছে ১৪৭ মেট্রিক টন আলু। এ নিয়ে জানুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত এ বন্দর দিয়ে নেপালে গেছে তিন হাজার ৪০২ মেট্রিক টন আলু। আলু বহনকারী ট্রাকগুলো বন্দরে ঢুকলে নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর ছাড়পত্র দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।