ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

মুর্শিদাবাদ জেলা পরিষদে সিপিএমকে সমর্থন কংগ্রেসের

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৩, মার্চ ২৪, ২০১২

কলকাতা: মুর্শিদাবাদ জেলা পরিষদের বাজেট পেশের ক্ষেত্রে সিপিএম পরিচালিত জেলা পরিষদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিল প্রধান বিরোধী শিবির কংগ্রেস।

প্রায় ১ বছর ধরে চলা জল্পনার অবসান ঘটিয়ে শনিবার কংগ্রেসের সমর্থন নিয়ে ২০১১-১২ সালের আর্থিক বাজেট পেশ করল মুর্শিদাবাদ জেলা পরিষদ।



এ বাজেট পেশের পর জেলায় জেলা পরিষদ পরিচালিত আটকে থাকা বহু কাজ ফের শুরু হওয়ার সম্ভাবনা হলেও বাম পরিচালিত জেলা পরিষদকে সমর্থন করায় রীতিমতো অবাক রাজনৈতিক শিবির।

বিগত পঞ্চায়েত নির্বাচনের নিরিখে উনিশ-বিশ পার্থক্যে মুর্শিদাবাদ জেলা পরিষদ কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নেয় বামফ্রন্ট। কিন্তু গত লোকসভা ও বিধানসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী সমীকরণটি অনেকটা বদলে যায়।

স্থায়ী কমিটিতে সংখ্যাগরিষ্ঠতা হারায় সিপিএম। সে হিসেব অনুযায়ী ২০১১ সালের ২৫ মে জেলা পরিষদের বাজেটই পেশ করতেই দেয়নি কংগ্রেস।

কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার উন্নয়নের স্বার্থেই শনিবারের এ সমর্থন তাদের। অন্যদিকে রাজনৈতিক মহলের ধারণা, জেলায় তৃণমূলের উত্তরণকে ঠেকাতে রাজনৈতিক মহলকে নতুন বার্তা দিতেই জেলা কংগ্রেসের এ সিদ্ধান্ত।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১২

আরডি
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।