ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতার নাগেরবাজারে ফ্লাইওভার উদ্বোধন করলেন মমতা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৭, মার্চ ২৪, ২০১২

কলকাতা: নির্ধারিত সময়ের প্রায় দেড় বছর পর শনিবার থেকে নাগেরবাজার ফ্লাইওভারে যান চলাচল শুরু হয়েছে।

এদিন এ ফ্লাইওভারের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।



গত বাম আমলেই স্থানীয় এলাকার যানজটের কথা ভেবে পরিবহন দফতর, পূর্ত দফতর ও দক্ষিণ দমদম পৌরসভার যৌথ উদ্যোগে এই ফ্লাইওভার তৈরির কাজ শুরু হয়। অবশেষে প্রায় দেড় কিলোমিটার লম্বা ফ্লাইওভার কাজ পুরোপুরি শেষ হওয়ার পর শনিবার তা গাড়ি চলাচলের জন্য খুলে দেওয়া হল।

এই উড়ালপুলের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পরই এ ফ্লাইওভার তৈরির কাজে গতি আসে।

প্রায় ৫ বছর আগে এর ভিত্তিপ্রস্তর হলেও গত ৬ মাসে এই উড়ালপুলের ৭০ শতাংশ কাজ হয়েছে বলে তিনি দাবি করেন।

রামকৃষ্ণ পরমাংস দেবের নামে এই উড়ালপুলের নাম রেখে তিনি জানান, কলকাতার কোথাও রামকৃষ্ণ দেব এর নামে রাস্তা নেই। তার প্রতি শ্রদ্ধা জানিয়েই এ ফ্লাইওভারের নাম রাখা হলো।

এ ফ্লাইওভারে যান চলাচল শুরু হলে নাগেরবাজার, যশোর রোড, ভিআইপি রোড প্রমুখ রাস্তার যানজটের সমস্যা কমবে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১২

আরডি
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।