ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী ৩ সাংবাদিক

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৭, মার্চ ১৬, ২০১২

কলকাতা : আসন্ন ভারতের রাজ্যসভার নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় নয়া চমক। চারটি আসনের মধ্যে ৩ জন সাংবাদিককে প্রার্থী করছে তৃণমূল।



তৃণমূলের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মুকুল রায়, কুনাল ঘোষ, বিবেক গুপ্ত ও মহম্মদ নাদিমুল হক।

শুক্রবার তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করে দলের মহাসচিব তথা রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, ৪টি আসনেই জয়ের ব্যাপারে তারা আশাবাদী।

আগামী ২ এপ্রিল পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় নির্বাচিত ৫ জনের মেয়াদ শেষ হচ্ছে। তারা হলেন সিপিএম’র তপন সেন, মইনুল হক, সমন পাঠক, সিপিআই’র রামচন্দ্র সিং ও তৃণমূল কংগ্রেসের মুকুল রায়।

এ আসনগুলোর জন্য আগামী ৩০ মার্চ ভোটগ্রহণ করা হবে। বর্তমান বিধানসভার সদস্য সংখ্যা অনুযায়ী তৃণমূল কংগ্রেসের ৩টি ও বামফ্রন্টের ১টি আসনে জয় সুনিশ্চিত।

একটি আসনের জন্য তৃণমূলকে কংগ্রেস ভোট দেওয়ার আর্জি জানালেও তৃণমূল সে প্রস্তাব খারিজ করে দিয়ে চারটি আসনেই লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে।

তৃণমূলের পক্ষ থেকে মুকুল রায়কে পুনরায় মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি তিনটি আসনে তিনজন বিশিষ্ট সাংবাদিককে প্রার্থী করে চমকে দিয়েছে তৃণমূল।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১২

সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।