ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

আলিপুরদুয়ারে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

শিলিগুড়ি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২২, মার্চ ১৩, ২০১২

শিলিগুড়ি: শিলিগুড়ির তপসীঘাটায় একটি মারুতি দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন।

সোমবার গভীর রাতে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে আলিপুরদুয়ারের কাছে তপসীঘাটায় যাত্রীবোঝাই ওই মারুতি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে।



এ ঘটনায় ৩ জন নিহত হন। ৭ জন মারাত্মক আহত হয়েছেন। আহতদের আলিপুরদুয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রের খবর, ফালাকাটা থেকে ন’মাইলে ফেরার পথে মারুতির চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর এটি সড়কের পাশে একটি গাছে ধাক্কা মেরে উল্টে যায়।

এ ঘটনায় একই পরিবারের মা, ছেলে ও মেয়ের মৃত্যু হয়। মারুতির চালকসহ মারুতিতে থাকা অন্য ৭ জন গুরুতর জখম হন।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।