ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

গরু পাচার রুখতে অভিযানে বিএসএফ ও রাজ্য পুলিশ

শিলিগুড়ি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪০, মার্চ ১৩, ২০১২

কলকাতা: ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে গরু পাচার রুখতে এবার যৌথ অভিযান শুরু করেছে বিএসএফ ও পশ্চিমবঙ্গ পুলিশ।

মুর্শিদাবাদ সীমান্ত এলাকায় এই যৌথ অভিযান শুরু হয়েছে বলে দক্ষিণবঙ্গ বিএসএফের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।



এ প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে চালু হওয়া যৌথ অভিযানের কারণে গরু পাচার ইতিমধ্যেই প্রায় ৮০ শতাংশ কমে গেছে।

বিএসএফ সূত্রে জানা গেছে, মুর্শিদাবাদের মতো নদিয়া এবং উত্তর ২৪ পরগণার সীমান্তবর্তী এলাকায় পুলিশকে সঙ্গে নিয়ে এরকম যৌথ অভিযান চালিয়ে গরু পাচার ঠেকানোর পরিকল্পনা করা হয়েছে।

সূত্র আরও জানাচ্ছে, বাংলাদেশে পাচার করার আগে গরুগুলোকে সীমান্তের কাছে গ্রামে লুকিয়ে রাখে পাচারকারীরা। এই ধরনের এলাকাগুলো চিহ্নিত করে অভিযান চালাচ্ছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।