ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

হরতালে অনুপস্থিত

সরকারি কর্মীদের বেতন ও ১ দিনের চাকরিজীবন রদ

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৭, মার্চ ৭, ২০১২

কলকাতা: বাম শ্রমিক সংগঠনগুলোর ডাকে ২৮ ফেব্রুয়ারির হরতালে যেসব কর্মচারী অনুপস্থিত ছিলেন তাদের ১ দিনের মাইনে কাটা যাবে এবং চাকরি জীবনের একদিন কেটে নেওয়া হবে।

বৃহম্পিতবার রাজ্যের অর্থমন্ত্রক এই নির্দেশ জারি করেছেন।



এই নির্দেশিকায় আরো বলা হয়েছে, গরহাজির কর্মীদের শোকজ করতে হবে। কর্মীরা তাদের না আসার কারণ লিখে জানাবেন। সেটি বিবেচনা করে দেখা হবে। হরতালে অংশগ্রহণ করার জন্য তাদের এই শাস্তি দেওয়া হবে।

এই প্রস্তাবটি এখন মুখ্যমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

হরতালের আগের দিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন, সার্ভিস ব্রেক করা হবে। তা করা হয়নি।

২৯ ফেব্রুয়ারি সরকারের সব দফতরের কাছে সার্কুলার দিয়ে উপস্থিতির পূর্ণাঙ্গ তালিকা চায় স্বরাষ্ট্র দফতর।

এর বিরোধীতা করেছেন কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসির নেতা মলয় মুখ্যার্জি। তিনি জানিয়েছেন, এটা চূড়ান্ত অন্যায়। বামফ্রন্টের আমলে যে আইন ছিল তা বাতিল না করেই এ ধরনের পদক্ষেপ ঠিক নয়। এই নির্দেশিকা প্রত্যাহার না করলে বড়ধরনের আন্দোলনের পথে যাবেন তারা।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মার্চ ০৭, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।