ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

জেলে বসে পরীক্ষা দিচ্ছে ৪ কয়েদি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩০, মার্চ ৪, ২০১২

আগরতলা (ত্রিপুরা) : এ বছর আগরতলা সেন্ট্রাল জেলে বন্দি ৪ জন বসেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে এ খবর।



যে ৪ জন এবার জেলে বসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের মধ্যে একজন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কয়েদি। তার নাম রোহিদ মিঞা। সে ছিল একজন নিরাপত্তাকর্মী।

২০০৪ সালে সে তার ৬ সহকর্মীকে হত্যা করে তাদের অস্ত্র নিয়ে পালিয়ে যায়। এরপর যোগ দেয় সন্ত্রাসবাদীদের সঙ্গে। ওই বছরই পুলিশ তাকে গ্রেফতার করে। ২০০৭ সালে তার যাবজ্জীবন জেল হয় । ২০০৯ সালে জেলে বসেই সে মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাস করে।

অন্য ৩ জন হলো- দেবাশিষ সাহা, মানব সরকার এবং রাজেশ সাহা। তারা কলা বিভাগে এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। ৩ জনই খুনের ঘটনায় দোষী প্রমাণিত।

দেবাশিষ সাহার বিরুদ্ধে রয়েছে স্ত্রীকে খুন করার অভিযোগ। অপরদিকে মানব সরকার ২০০৯ সালে তার এক বন্ধুকে খুন করে জেলে আসে। আর রাজেশ ১৯৯৯ সাল থেকেই জেলে বন্দি। সে তার বন্ধুকে অপহরণ করে খুন করেছিল।

জেল সুপার এবং জেলের অন্য কর্মীরা জানিয়েছেন, তারা জেলে ভেতর খুব ভালো আচরণ করে। চার জনই পাস করবে বলে জেলের কর্মীরা আশাবাদী।

উল্লেখ্য, মার্চের ১ তারিখ থেকে শুরু হয়েছিল ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

বাংলাদেশ সময় : ০৮৫৮ ঘণ্টা, মার্চ ০৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।